Advertisement

Indian Army Robotic Mules: ভারতীয় সেনার নতুন প্ল্য়ানে রোবোটিক খচ্চর! বদমাশ চিনের মাথায় হাত

সীমান্ত ও বিশেষ করে দুর্গম পার্বত্য অঞ্চলে খচ্চরের সাহায্যে এতদিন এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পরিবহণ করত ভারতীয় সেনাবাহিনী। এবার জানোয়ারের উপর নির্ভরতা কমাতে রোবোটিক খচ্চরের সাহায্য নেওয়া হবে। এই রোবোটিক খচ্চরগুলো সামনের পোস্টে সৈন্যদের জন্য সামগ্রী বহন করবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, সেনাবাহিনী লজিস্টিক ড্রোন কেনার কথা ভাবছে, অর্থাৎ পণ্য বহনকারী ড্রোনের উপরও জোর দেওয়া হচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের খরচ কমে যায়। এছাড়াও দ্রুত পণ্য সরবরাহ করতে হবে। এছাড়াও, সেনাবাহিনী লজিস্টিক ড্রোন কেনার কথা ভাবছে, অর্থাৎ পণ্য বহনকারী ড্রোন। যাতে প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের খরচ কমে যায়। এছাড়াও দ্রুত পণ্য সরবরাহ করতে হবে। পাহাড়ি এলাকায়, সেনাবাহিনী এখন পশু পরিবহণের জন্য ট্রাক, অল-টেরেইন ভেহিকল (এটিভি) এবং রাগড টেরেইন ভেহিকল (আরটিভি) ব্যবহার করছে। প্রসঙ্গত, খচ্চর ঐতিহাসিকভাবে উঁচু ও দুর্গম পাহাড়ে পণ্য বহনে সাহায্য করে। পরিকাঠামোর বিকাশের সঙ্গেই পশুদের মাধ্যমে পরিবহণ বৃদ্ধি পেয়েছে।

New Robotic Mules are the new gadgets for Indian Army

Advertisement