Advertisement

NEWS FLASH: স্কুটারের ভিতর ফোঁস ফোঁস আওয়াজ- বৈষ্ণদেবীতে শাহরুখ, ৭৩ এ পা রজনীকান্তের, ঝলকে বাছাই খবর, VIDEO

প্রতিরাতে ভাঙছিল ঘরের দরজা জানালা, নীলগিরিতে অবশেষে খাঁচায় ভাল্লুক। ছাড়া হল জঙ্গলে। মাথা মুখ ঢেকে জম্মুর মাতা বৈষ্ণদেবী মন্দিরে গেলেন বলিউড স্টার শাহরুখ খান। রাজস্থানেও মুখ্যমন্ত্রী বাছাইয়ে চমক বিজেপির। মরুরাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। ৭৩ এ পা রজনীকান্তের, চেন্নাইয়ে তার বাসভবনের বাইরে ভক্তদের ভিড়, রজনীকান্ত মন্দিরে প্রার্থনা। চেন্নাইয়ে পার্ক করা স্কুটারের ভিতর ফোঁস ফোঁস আওয়াজ। উদ্ধার ৭ ফুটের সাপ। মাদকের বিরুদ্ধে অভিযানে ত্রিপুরায় এক লাখেরও বেশি গাঁজার গাছ নষ্ট করা হল।

Advertisement