Advertisement

Toll Hike: দেশজুড়ে টোল ট্যাক্স বাড়াল NHAI, ৫ শতাংশ বেশি দিতে হবে চালকদের

ভোট মিটতেই দেশজুড়ে টোল ট্যাক্স বাড়াল NHAI। লোকসভা নির্বাচন শেষে একদিকে গোটা দেশ ভোটের ফলাফলের অপেক্ষায় রয়েছে। আর তারই মাঝে টোল ট্যাক্স বাড়ানোর পদক্ষেপ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার(NHAI)। আজ থেকে সব টোল প্লাজায় ৫ শতাংশ বেশি টোল ট্যাক্স দিতে হবে চালকদের। জানা গিয়েছে, এর আগেই বার্ষিক সংশোধনের আওতায় ১ এপ্রিল থেকেই বর্ধিত ফি চালু হওয়ার কথা ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে সেটা স্থগিত করা হয়েছিল।

Advertisement
POST A COMMENT