'জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলেছিল। এখন জিএসটি মেনে নিয়েছে, এটাই যথেষ্ট। ৯১ শতাংশ আয়কর নেওয়া হত কংগ্রেসের জমানায়। আজ বলছে, আমরা জিএসটি এনেছি'। জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।