'আপনারা রোজ গান্ধীকে মারছেন। ভারত ও পাকিস্তান যেদিন ভাগ হল সেদিনই গান্ধীকে মারা হয়েছিল। কাশ্মীরের দুটুকরো করে গান্ধীকে মারেননি?' লোকসভায় ভিবি জি রাম জি বিল নিয়ে বিতর্কে বললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।