Advertisement

নীতীশকে আদৌ CM করবে NDA? মোদীর 'নিরুত্তাপ' মুখের সেই মুহূর্ত!

জাতীয় রাজনীতিতে তাঁকে 'পালটু রাম' বলেই কটাক্ষ করা হয়। আসলে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এখনও পর্যন্ত এত বার শিবির বদলেছেন, যে কখন পালটি খাবেন, তা অতিবড় রাজনৈতিক বিশ্লেষকও বলতে পারেন না। বিহারের ভোট একেবারে দোরগোড়ায়। আপাতত নীতীশ রয়েছেন বিজেপির নেতৃত্বাধীন NDA শিবিরে। পুর্ণিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় নীতীশ ফের বললেন, তিনি আর শিবির বদল করবেন না। এনডিএ শিবিরেই থাকবেন। আগেও একবার প্রধানমন্ত্রী মোদীর সামনে এই কথা বলেছিলেন নীতীশ। সে বার হেসে উঠেছিলেন মোদী। কিন্তু এবারে দেখা গেল, গম্ভীর। নিরুত্তাপ। রাজনীতিতে মুখের অভিব্যক্তিও অনেক কিছুর জল্পনা উস্কে দেয়। যার নির্যাস, প্রশ্ন উঠছে, বিহারে এনডিএ জোট ক্ষমতায় এলে আদৌ নীতীশ কুমারকে ফের মুখ্যমন্ত্রী করা হবে তো?

Advertisement
POST A COMMENT