Advertisement

Odisha News : বরের চাই খাসির মাংস, বরযাত্রীদের পাতে কেন খাসির মাংস পড়েনি, রেগে গিয়ে বিয়েই ভেঙে দিলেন কনে

বরের চাই খাসির মাংস। বরযাত্রীদের পাতে কেন খাসির মাংস পড়েনি। তা নিয়ে বিয়ে মাথায় উঠল। শুনে রেগে গিয়ে হবু কনে বিয়েই ভেঙে দিলেন। আর এই অদ্ভূত কাণ্ডকারখানার ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমত সাড়া পরে গিয়েছে। ঘটনাটি ওড়িশার সম্বলপুরের। জানা গিয়েছে, পাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ করেন। বিয়ের দিনে সকলকে নিয়ে শোভাযাত্রা করে সম্বলপুরের অইন্থাপল্লিতে পাত্রীর বাড়িতে এসেছিলেন। রাতে বিয়ের লগ্ন ছিল। সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু খেতে বসেই পাল্টে গেলো গোটা ঘটনা। পাত্রীর বাড়িতে খাবারের মেনুতে মাছ থেকে মাংস সবই ছিল। কিন্তু শেষ ব্যাচে বরযাত্রীরা যখন খেতে বসেন তখন দেখা যায় পাঠার মাংস শেষ হয়ে গিয়েছে। আর সেই খবর বরের কানে যেতেই একেবারে তোলপার পরে যায় বিয়েতে। খাসির মাংস না পাওয়ায় মাংস জোগাড় করে আনাতে বলেন বর। পাত্রীর পরিবারের লোকদের দোষারোপ করতেও দেখা যায়।

'No mutton, no marriage': Indian bride calls off wedding as groom's family fusses over mutton shortage

TAGS:
Advertisement