রাজকুমার হিরানির সেই সুপারহিট ছবি 'থ্রি ইডিয়েটস'-এর সেই দৃশ্য নিশ্চয়ই ভোলেননি? সিনেমায় রাজুর (শরমন যোশি) অসুস্থ বাবাকে স্কুটারে বসিয়ে হাসপাতালে নিয়ে যায় ব়্যাঞ্চো (আমির খান) আর পিয়া (করিনা কাপুর)। কারণ, অ্যাম্বুল্যান্স সময় মতো পৌঁছতে পারেনি। এবার সেই একই দৃশ্য ফুটে উঠল রাজস্থানের কোটাতে। তবে এবার আর সিনেমা নয়, একেবারে বাস্তবে। স্ট্রেচার হা হুইলচেয়ার কিছুই না পেয়ে অসুস্থ ছেলেকে স্কুটারের ভিতরে বসিয়ে সিফটে করে সটান হাসপাতালের চার তলায় পৌঁছে যান বাবা। ছেলেটির পা ভেঙে গিয়েছিল। তাই হবাসপাতালের অর্থোপেডিক বিভাগে ছেলেকে নিয়ে যান বাবা।
No wheelchair at Kota hospital man takes injured son to 3rd floor on scooter