Advertisement

পুরীর জগন্নাথ মন্দিরের মতো এবার কেদার-বদ্রীনাথেও অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ?

কেদারনাথ, বদ্রীনাথ মন্দির নিয়ে বড় খবর। এবার থেকে কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে আর প্রবেশ করতে পারবেন না অ-হিন্দুরা। খুব শীঘ্রই এই প্রস্তাব মন্দির কমিটির আসন্ন বোর্ড সভায় পাশ করা হবে বলে জানা গিয়েছে। বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (BKTC) সভাপতি ও BJP-র এক প্রবীণ নেতা হেমন্ত দ্বিবেদী আজ এই ঘোষণা করেছেন।

Advertisement
POST A COMMENT