scorecardresearch
 
Advertisement

Sikkim Landslide: সিকিমের চুংথাংয়ে ভয়াবহ ধস, সেনার সাহায্য়ে কোনওমতে বেঁচে ফিরলেন পর্যটকরা

Sikkim Landslide: সিকিমের চুংথাংয়ে ভয়াবহ ধস, সেনার সাহায্য়ে কোনওমতে বেঁচে ফিরলেন পর্যটকরা

শুক্রবার সকালে প্রবল বর্ষণের কারণে ধস নামে উত্তর সিকিমের চুংথাং এলাকায়। ধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে মূল সড়কটি। এই পাহাড়িপথে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। এরফলে আটকে পড়ে লাচুং ও লাচেনে ঘুরতে আসা শয়ে শয়ে পর্যটক বোঝাই গাড়ি। সংশ্লিষ্ট জেলাপ্রশাসনের অনুরোধে পর্যটকদের উদ্ধারে এগিয়ে আসে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা। সেখান থেকে উদ্ধার করা হয় ৫০০ দেশ বিদেশের পর্যটককে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, উত্তর সিকিমে ধস নেমেছে। বহু পর্যটক আটকে রয়েছে। রাজ্য ও বাইরের বহু পর্যটক রয়েছেন। সেনাবাহিনী উদ্ধার কাজে হাত লাগিয়েছে।

Landslide at North Sikkim Due to Heavy Rain

Advertisement