'আমাদের উন্নত সভ্যতা। আমরা কারও উপাসনালয় ভাঙিনি। বাইরে গিয়ে আক্রমণ করিনি। আমরা নিজেদের সুরক্ষা নিয়ে উদাসীন ছিলাম। ইতিহাস সবক শিখিয়েছিল। সেই সবক ভুলে গেলে দেশের সবচেয়ে ট্র্যাজেডি হবে'। বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।