জোরাল ভূমিকম্পে কাঁপছে অসমের হাসপাতাল। NICU-তে সদ্যোজাতদের বেবি কট দুলছে। এমত অবস্থায় আতঙ্কিত না হয়ে সদ্যোজাতদের বুকে আঁকড়ে রাখলেন নার্সরা। মর্মস্পর্শী সেই মুহূর্ত ভাইরাল।