Advertisement

Coromandel Express Accident Reason: ফের যাত্রা শুরু করমণ্ডল এক্সপ্রেসের, রেখে গেল যে সব প্রশ্ন

প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। না এক্ষেত্রে উত্তর জানা নেই। অনেক প্রশ্ন এখনও মানুষের মনে ঘোরাফেরা করছে। এখনও আতঙ্ক কাটেনি বালেশ্বরে রেল দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা সেই সব যাত্রীদের। কিন্তু, সেই করমণ্ডল এক্সপ্রেসের চাকা ফের গড়াল। আজ বুধবার শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিল করমণ্ডল এক্সপ্রেস। যাত্রা শুরুর আগে রেখে গেল আড়াইশোরও বেশি জনের মরদেহ, হাজারের বেশি আহত। আর রেখে গেল অনেক প্রশ্ন।

Advertisement
POST A COMMENT