Advertisement

Jagannath Temple Puri: পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই খুলে দিল ওড়িশার বিজেপি সরকার

বৃহস্পতিবার জগন্নাথের 'মঙ্গলা আলটি'র পর পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই ভক্তদের জন্য খুলে দেওয়া হল। ওড়িশার বিজেপি সরকার তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে মন্দিরের চারটি গেট পুনরায় খোলার প্রস্তাব অনুমোদন করে। পূর্ববর্তী বিজেডি প্রশাসন কোভিড -19 মহামারী থেকে মন্দিরের চারটি গেট বন্ধ রেখেছিল। একটি মাত্র গেট দিয়ে ভক্তরা প্রবেশ করতে পারতেন। সব গেট খুলে দেওয়ার দাবি ছিল। এদিকে, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরে প্রার্থনা করেছেন। মাঝির সঙ্গে ছিলেন পুরীর সাংসদ সম্বিত পাত্র, বালাসোরের সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি এবং অন্যান্য মন্ত্রী ও নেতারা।

Advertisement
POST A COMMENT