'আমার মেয়েকে খুন করা হয়েছে। খুনের ধারায় মামলা করা হোক'। ওডিশার বালেশ্বরের কলেজের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন নির্যাতিতার বাবা। তিনি বলেন,'কলেজে প্রতিবাদ করত আমার মেয়ে। আমার মনে হয় এটা ষড়যন্ত্র। আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে। অধ্যক্ষের ঘর থেকে বেরিয়েই কেন আত্মহত্যা করল? আমাকে কিছুই বলেনি'।