Advertisement

Puri Temple: জঙ্গিদের টার্গেটে পুরীর জগন্নাথ মন্দির? ভয়াবহ বার্তা

পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকিতে চাঞ্চল্য। আজ অর্থাত্‍ বুধবার বালিসাহি প্রবেশদ্বারের কাছে বুড়িমা ঠাকুরাণি মন্দিরের দেওয়ালে স্প্রে-পেইন্টে লেখা পাওয়া যায় ভয়ঙ্কর বার্তা, 'মন্দির ধ্বংস করব'। সঙ্গে ছিল কয়েকটি মোবাইল নম্বর ও ফোন করার নির্দেশ। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ওই এলাকায় কয়েকটি শোভা-আলো ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলটি মন্দিরের ঐতিহ্য করিডর (পরিক্রমা প্রকল্প) এলাকার অন্তর্গত, যেখানে সবসময় নজরদারি থাকে। তবু এত সুরক্ষিত জায়গায় কীভাবে হুমকির বার্তা লেখা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। পুরী জেলা পুলিশ সুপার পিনাক মিশ্র জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ দল তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কয়েকটি সূত্র পাওয়া গিয়েছে, দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement
POST A COMMENT