Advertisement

Odisha Train Accident: বালেশ্বর দুর্ঘটনাস্থলের পরিস্থিতি এখন কেমন, দেখুন VIDEO

উদ্ধার কাজ প্রায় শেষ। ওড়িশার বালেশ্বরে পুনরুদ্ধার ও রেললাইন মেরামতির কাজ চলছে এখন। করমণ্ডল এক্সপ্রেস উঠে যায় দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওপর। লাইনচ্যুত হয় কামরা। সেই সময় আসে যশববন্তপুর এক্সপ্রেস। লাইনে পড়ে থাকা কামরায় ধাক্কা মারে। যশবন্তপুর এক্সপ্রেসের দুটি কামরাও লাইচ্যুত হয়। এই দুর্ঘটনার ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম বড় রেল দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দুর্ঘটনার ফলে বাতিল হয়েছে বহু ট্রেন। চলছে লাইন মেরামতির কাজ। রবিবার দুর্ঘটনাস্থলের পরিস্থিতি কী। দেখুন ভিডিও।

Advertisement
POST A COMMENT