করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরে অনেকেই তাদের পরিজনদের এখনও খুঁজেই পাননি। কিন্তু মৃতের সংখ্যা নিয়ে রেলের পরিসংখ্যান বদল চলছেই। কী হচ্ছে এটা? মজা করছেন রেলের কর্তৃপক্ষরা। প্রথমে দুর্ঘটনার পরেই রেলের তরফে জানানো হয়েছিল। এই দুর্ঘটনায় মোট 288 জনের মৃত্যু হয়েছে। তার ঠিক পরেই আবার সেই সংখ্যা পরিবর্তন করে রেলের তরফে জানানো হয় মৃতের সংখ্যা 275। কিন্তু রেল যেন নিজেই নিশ্চিত নয় যে কতজন মারা গিয়েছেন। ফের রেলের তরফে জানানো হয়েছে দুর্ঘটনায় 288 জনই মারা গিয়েছেন। তাহলে কি রেল গুনতে পারে না, নাকি মানুষের ইমোশন নিয়ে খেলতে পছন্দ করে? এই প্রশ্নই তুলছেন অনেকেই। কী ভাবে মৃত্যু নিয়ে ছেলে খেলা করতে পারে রেল? আদৌ কী এই সঠিক তথ্য দিচ্ছে রেল? কেন বার বার তথ্য বদলাতে হচ্ছে রেলকে? তাহলে কি তথ্য ভিত্তির আরও কিছু লুকোচ্ছে রেল? করমণ্ডল দুর্ঘটনার পরেই মৃত্যুর সংখ্যা নিয়ে প্রথমেই উঠে গিয়েছিল প্রশ্ন। অনেকেই বলেছিলেন সরকারি তথ্যের মধ্যে ভুল রয়েছে। তথ্য চেপে দেওয়ার মতো অভিযোগও তুলেছিলেন অনেকে। কেউ কাউ আবার বলছেন ভুক্তভোগীদের বয়ান শুনে মনে হচ্ছে রেলের তথ্যে ভুল রয়েছে। কিন্তু এবার যে ভাবে মৃত্যুর সংখ্যা নিয়ে রেলের তরফে একের পর এক বিবৃতি বদল করা হচ্ছে? তাতে মৃতদের নিয়ে রেলের গাফিলতির ছবি অনেকটাই সামনে এসেছে বলেই মনে করছেন অনেকেই। অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীদের পরিজনরা হত্যে দিয়ে পড়ে রয়েছেন বিভিন্ন মর্গ ও হাসপাতালে। অনেকেই খুঁজেই পাননি তাদের আত্মীয়দের। এরমধ্যে রেল যেভাবে মৃত্যুর সংখ্যা নিয়ে ছেলে খেলা করছে তাতে অন্তর্ঘাতের যে একটি আশঙ্কা করা হয়েছিল তা আরও তীব্র হল বলেই মনে করছেন অনেকে।
Odisha train tragedy Live Updates: CBI probe on, Coromandel Express to resume services today.