Advertisement

RSS Chief Mohan Bhagwat: ওড়িশা সফরে RSS প্রধান মোহন ভাগবত, পুরীতে করলেন জগন্নাথ দর্শন

আরএসএস প্রধান মোহন ভাগবত ওড়িশায় রয়েছেন। ৫ দিনের ওড়িশা সফর করছেন তিনি। শনিবার পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন করেন তিনি। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল। পুরীর মন্দিরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পুরীতে জগদগুরু শঙ্করাচার্য গোবর্ধন পীতাদিশ্বর শ্রী শ্রী নিসচালানন্দ সরস্বতী মহাস্বামীজির সঙ্গেও দেখা করেন তিনি।

Advertisement
POST A COMMENT