ওডিশার গর্ব, দৌড়বিদ সুমিত কুমার সিং আবারও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখালেন। তিনি ম্যানুয়াল ট্রেডমিলে টানা ৪৮ ঘণ্টা দৌড়ে প্রায় ২০১.৫ কিলোমিটার পথ অতিক্রম করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। এই কঠিন চ্যালেঞ্জে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ পাঁচ মিনিট বিশ্রামের সুযোগ ছিল। রাউরকেলার সিভিল সেন্টারে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় তিনি এই ঐতিহাসিক দৌড় শুরু করেন। সম্প্রতি সুমিত গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে রেকর্ডের নমুনা সার্টিফিকেট ও নিশ্চিতকরণ ইমেল পেয়েছেন। এর আগে ২০২৪ সালের ১২ মার্চ তিনি ১২ ঘণ্টায় ৬৮.০৪ কিলোমিটার দৌড়ে আরেকটি রেকর্ড গড়েছিলেন। মাত্র দুই বছরে দুটি বিশ্বরেকর্ড করে দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন তিনি। সুমিত জানান, মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে সচেতনতা বাড়ানোই তাঁর লক্ষ্য। দৃঢ় ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে সবকিছুই সম্ভব—এই বার্তাই তিনি যুবসমাজকে দিতে চান।