ওড়িশার গাঞ্জাম জেলার রুশিকুলিয়া নদীর মোহনা। এখানেই বাসা বাঁধে কয়েক লক্ষ অলিভ রিডলে কচ্ছপ। প্রতি বছর লক্ষ লক্ষ কচ্ছপ আসে এখানে। উদ্দেশ্য ডিম পাড়া। এমনই এক কচ্ছপ মাত্র ৫১ দিনে বঙ্গোপসাগর জুড়ে ১,০০০ কিলোমিটার ভ্রমণ করে পৌঁছল অন্ধ্র উপকূলে।