Advertisement

Modi On Om Birla: '৫ বছরের অভিজ্ঞতার সুফল পাবে সংসদ', স্পিকার ওম বিড়লাকে প্রশংসা মোদীর

দ্বিতীয় বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। ধ্বনিভোটে লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন এনডিএ-র প্রার্থী। এ নিয়ে টানা দ্বিতীয়বার স্পিকার হলেন ওম বিড়লা। স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া। বুধবার ১১টা নাগাদ ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সংসদের মত ছিল বিড়লার পক্ষে। জয়ের পর ওম বিড়লার প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান,'ওম বিড়়লার সভাপতিত্বে সপ্তদশ লোকসভা বড় বড় সিদ্ধান্ত নিয়েছিল'। হাসিমুখে যেভাবে ওম বিড়লা সংসদ সামলান হাসির ছলে সেই প্রশংসাও করেন মোদী। অমৃতকালের এই গুরুত্বপূর্ণ সময়ে দ্বিতীয়বার এই পদে বিরাজমান হওয়া মানে অনেক বড় দায়িত্ব। আপনার ৫ বছরের অভিজ্ঞতার সুফল পাবে সংসদ।

Advertisement
POST A COMMENT