Advertisement

Abhishek Banerjee: 'এই বিল পাস হতে দেব না', 'এক দেশ এক নির্বাচন' নিয়ে সরব অভিষেক

'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' বিল নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সংসদ চত্বরে বলেন, যারা বাংলায় আট দফায় ভোট করায়, তারা সারা দেশে নির্বাচন করবে কীভাবে? বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, এই বিল জনগণের অধিকার হরণ করবে। ভোট প্রক্রিয়ায় বদল এনে সংবিধান বদল করতে চাইছে বিজেপি। তিনি বলেন, যতদিন বিরোধী দল থাকবে, আমরা এই বিল পাস হতে দেব না।

Advertisement
POST A COMMENT