Advertisement

Onion Price Hike In India: স্টক আছে তাও কার দোষে পেঁয়াজের দাম আশি টাকা কিলো?

শুক্রবার দিল্লিতে পেঁয়াজের খুচরা মূল্য ছিল 40 টাকা প্রতি কেজি। আগের বছর এই সময় যা ছিল 30 টাকা প্রতি কেজি ছিল। শনিবার দিল্লিতে দেখা যায় কম সরবরাহের কারণে খুচরো বাজারে পেঁয়াজ দাম আরও বেড়ে গিয়েছে। শনিবার দেশের রাজধানীতে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 65-80 টাকা প্রতি কেজি। মাদার ডেয়ারিতে পেঁয়াজ পাওয়া যাচ্ছিল প্রতি কেজি 67 টাকা করে। একাধিক ই-কমার্স পোর্টাল প্রতি কেজি পেঁয়াজ 67-70 টাকায় বিক্রি হতে দেখা যায়। আবার স্থানীয় ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ পাওয়া যাচ্ছে প্রতি কেজি 80 টাকায় ।

Onion Price Hike In India

Advertisement