এয়ার মার্শাল একে ভারতী সাংবাদিক বৈঠকে বলেন, 'আমাদের লড়াই পাক সেনার বিরুদ্ধে নয়। লড়াই জঙ্গিদের বিরুদ্ধে। ৭ মে শুধুমাত্র জঙ্গিদের ডেরায় হামলা চালানো হয়েছিল। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা রুখেছে ভারতীয় সেনা। পাক সেনা জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল। আমরা তার জবাব দিয়েছি। আমাদের কোনও সেনাঘাঁটিই ক্ষতিগ্রস্ত হয়নি। কোনও না কোনও স্তরে হামলা প্রতিহত করা যায় যাতে, সেই ভাবেই গোটা ব্যবস্থা তৈরি করা হয়েছে।' আজ অর্থাত্ সোমবার ডিজিএমও বৈঠকের আগে সাংবাদিক সম্মেলন করেন তিন বাহিনীর অপারেশন চিফ।