Advertisement

Opposition Meeting: দিল্লির 'দোস্তি', রাহুলকে 'ফেভারিট' বললেন মমতা, VIDEO

বেঙ্গালুরুতে এদিন ২৬টি রাজনৈতিক দলের নেতৃবন্দ যোগ দেন। আলোচনা শেষে বিরোধীরা এই জোটের নাম রেখেছে - 'INDIA' বা 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স'।  ১৮ তারিখ বেঙ্গালুরুর বৈঠকের দ্বিতীয় ও শেষ দিন ছিল। সেখানে জোটের নামকরণ করা হয়। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, নীতীশ কুমার, লালু প্রসাদ যাদবরা যোগ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে সবাইকে সম্বোধন করেন। বিশেষ করে রাহুল গান্ধীকে আমাদের ফেভারিট বলে ধন্যবাদ জানান।

Advertisement
POST A COMMENT