বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিরোধিতায় সুর চড়িয়েছে ইন্ডিয়া জোট। শুক্রবার সংসদ চত্বরে একজোট হয়ে প্রতিবাদ করলেন বিরোধী সাংসদরা। গান্ধী মূর্তি থেকে মকর দ্বার পর্যন্ত মিছিল করেন। হাতে ব্যানার এবং পোস্টার নিয়ে SIR প্রত্যাহারের দাবি জানানো হয়। মোদী সরকার গণতন্ত্রের হত্যা করছে স্লোগান ওঠে।