Advertisement

মমতাদের সঙ্গে INDI জোট কি অটুট? সন্দিহান P Chidambaram

ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান পি চিদম্বরম। তিনি বলেন,' ইন্ডিয়া জোট এখনও রয়েছে এখনও অটুট রয়েছে কিনা, সে নিয়ে আমি নিশ্চিত নই। ইন্ডিয়া জোট অটুট থাকলে আমি খুশি। তবে মনে হচ্ছে, ইন্ডিয়া জোট ছত্রভঙ্গ। যদিও সবাইকে একসঙ্গে আনা সম্ভব। এখনও হাতে সময় আছে'।

Advertisement
POST A COMMENT