জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার দুপুরের জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহতদের শেষ শ্রদ্ধা জানান। কথা বলেন পরিজনদের সঙ্গে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'ভারাক্রান্ত হৃদয়ে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধা জানালাম। সন্ত্রাসের সামনে ভারত নত হবে না। এই নৃশংস সন্ত্রাসী হামলায় দোষীদের রেয়াত করা হবে না।'