মঙ্গলবার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারত। অঘটন রুখে দিয়েছেন নজাকত আহমেদ শাহ। ছত্তিসগঢ়ের ১১ জন পর্যটককে বাঁচিয়ে দিয়েছেন তিনি। নিরাপদে সবাইকে শ্রীনগরে ছেড়ে এসেছেন। গোটা ঘটনার কথা জানিয়েছেন নজাকত। শুনুন তাঁর কথা।