পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিত ছিল না। এমনটাই মনে করেন পহেলগাঁও সন্ত্রাসী হামলার শিকার শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশণ্য দ্বিবেদী। তাঁর কথায়,'পহেলগাঁওয়ে হিন্দু জেনে মারা হয়েছে। ওই ২৬ পরিবারের প্রতি কোনও আবেগ নেই বিসিসিআইয়ের। ১-২ জন ক্রিকেটার ছাড়া, কেউই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা বলার জন্য এগিয়ে আসেননি'।