Advertisement

Jammu And Kashmir : আপনি মুসলিম? উত্তর দিতেই গুলি চালাল জঙ্গিরা

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারনে সন্ত্রাসবাদী হামলা। জঙ্গিরা একদল পর্যটকের উপর হামলা চালায়। তাতে ১২ জন জখম হন। তাঁদের মধ্যে মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এক পর্যটকের মৃত্যু হয়েছে। এই হামলায় কিছু ঘোড়াও আহত হয়েছে। ঘটনাস্থলে CRPF-এর অতিরিক্ত কুইক রিঅ্যাকশন টিম (QAT) পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, পর্যটকরা ট্রেকিংয়ে যাচ্ছিলেন। তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

Advertisement
POST A COMMENT