Advertisement

Sima Haidar News: পাক সেনার 'চর' সীমা হায়দার PUBG খেলে কীভাবে নেপাল থেকে ভারতে ঢুকলেন? ATS-র ঘুম ছুটেছে

সীমা হায়দার আসলে কে? তার পরিচয় কি? প্রেমিকের টানে সীমান্ত পারিয়ে ভারতে আসা সীমা সত্যি কি পাক বধূ না পাকিস্তানি গুপ্তচর? এই প্রশ্নের মাঝে প্রকাশ্যে সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, সম্প্রতি এমন একটি ছবি এটিএসের হাতে এসেছে, যেখানে সীমাকে পাক সেনাবাহিনীর উর্দিতে দেখা গিয়েছে। এটিএস বা অ্যান্টি টেরারিস্ট স্কোয়াড সূত্রে খবর, পাক সেনার উর্দিতে তাঁর ছবি প্রসঙ্গে সীমাকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি বার বার আলাদা আলাদা উত্তর দিয়েছেন। আর পাত উর্দিতে তার ছবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করে দিয়েছেন। সীমার দাবি ওই ছবিতে তিনি নন, তার ভাইয়ের বন্ধু।

Pak woman Sima Haidar comes to India with 4 kids

Advertisement