তেজস্বী যাদব বিরোধী দলনেতা। মহাজোট ক্ষমতায় এলে তিনিই সরকার চালানোর সুযোগ পাবেন। পঞ্চায়েত আজতকে জানালেন কানাহাইয়া কুমার। তিনি জানান, আমি প্রার্থী হিসেবে ভোটে লড়ব না।