বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার আজ তক পঞ্চায়েত বিহারের মঞ্চে আসেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা বিহারের সহ পর্যবেক্ষক কেশব প্রসাদ মৌর্য। নীতীশ কুমারকে ফের মুখ্যমন্ত্রী করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। কিন্তু নীতীশ ছাড়া অন্য কাকে মুখ্যমন্ত্রীর পদে দেখতে চান তিনি? জবাব দেন কেশব প্রসাদ মৌর্য।