Advertisement

PM Modi: 'অ্যালায়েন্স কা হি অ্যালাইমেন্ট বিগর গ্যায়া', সংসদে বিরোধীদের আক্রমণ মোদীর

অ্যালায়েন্স কা হি অ্যালাইমেন্ট বিগর গ্যায়া, সংসদে বিরোধীদের এই ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের প্রেক্ষিতে ধন্যবাদজ্ঞাপন জানাচ্ছেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের খতিয়ান তুলে ধরছেন। এরসঙ্গে বিরোধীদের আক্রমণ শানাচ্ছেন তিনি।

TAGS:
Advertisement
POST A COMMENT