নিটকাণ্ডে উত্তাল সংসদ। বাজেট অধিবেশনের শুরুতেই নিট নিয়ে প্রশ্নের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বক্তব্য দিতে ওঠেন। জানান নিট নিয়ে কোনও কোনও জায়গাতে গন্ডগোল হয়েছে। তবে পেপারলিকের কোনও প্রমাণ এখনও মেলেনি। নিট নিয়ে সরকারকে আক্রমণ রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের। নিট নিয়ে রাহুল জানান, নিট নিয়ে যে দুর্নীতি হয়েছে তা শুধু একটা পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রশ্নটা সিস্টেমের। কেন পরীক্ষাগ্রহণকারী সংস্থাকে যোগ্য বলা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজেকে ছাড়া সবাইকে দোষ দিচ্ছেন।