Advertisement

Parliament Winter Session: 'হতাশা নিরাশা হবেই', বিরোধীদের সংসদে তা না দেখানোর পরামর্শ মোদীর

সোমবার ২০২৩ সালে সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদদের ইতিবাচক শক্তি নিয়ে সংসদে আসার এবং গণতন্ত্রের মন্দিরকে রাজনীতির মঞ্চে পরিণত না করার জন্য আবেদন করেছেন। তিনি বলেন, দেশে ধীরে ধীরে শীত বাড়লেও রাজনৈতিক উত্তাপ দ্রুত বাড়ছে। চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল উৎসাহব্যঞ্জক। এই ফলাফলই দেশের ভবিষ্যৎ নিশ্চিত করবে। জনগণের ভাল সমর্থনের পর আমরা সংসদ মন্দিরে বৈঠক করছি। আমি সকল সংসদ সদস্যদের ইতিবাচক চিন্তা নিয়ে সংসদে আসার আহ্বান জানাই। বাইরের পরাজয়ের ক্ষোভ সংসদে আনবেন না। গণতন্ত্রের মন্দিরকে মঞ্চ বানাবেন না। দেশকে ইতিবাচকতার বার্তা দিন

Advertisement
POST A COMMENT