Advertisement

Derek O Brien Suspended: 'এখনই বেরিয়ে যান...' যে মুহূর্তে ডেরেককে সাসপেন্ড করলেন ধনখড়, দেখুন VIDEO

শীতকালীন অধিবেশনে বাকি দিনগুলি রাজ্যসভায় আর আসতে পারবেনা তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সাসপেন্ড করেন তাঁকে। সকাল থেকেই তুমুল হই-হট্টগোল হয় রাজ্যসভায়। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে বিরোধী সাংসদরা। ধনখড় তাদের নিজেদের আসনে বসতে বলেন। এরপরও না শুনলে অসদাচরণের জন্য ডেরেক ও'ব্রায়েনকে শীতকালিন অধিবেশনের বাকিদিনগুলির জন্য সাসপেন্ড করেন।

Advertisement
POST A COMMENT