পটনা বিমানবন্দরে কংগ্রেস এবং পাপ্পু যাদব সমর্থকদের মধ্যে সংঘর্ষ। বিহার কংগ্রেস প্রধান রাজেশ রাম, ইনচার্জ কৃষ্ণ আল্লাভারু এবং শাকিল আহমেদ খান দিল্লি থেকে আসার পর শুরু হয় হাঙ্গামা। বিক্রম বিধানসভা আসনে কংগ্রেস টিকিট বিক্রি করেছে বলে অভিযোগ পাপ্পুর সমর্থকদের।