Advertisement

PM Kisan Yojana: মোদির উপহার! আগামী সপ্তাহেই দেশবাসীর অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকবে!কে কে পাবেন উপহার?

বিহারে এনডিএ ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশবাসীকে বড় উপহার দিল কেন্দ্রের মোদি সরকার। একটি কেন্দ্রীয় প্রকল্পের কিস্তির টাকা দেওয়ার দিন ঘোষণা করা হয়েছে। ওই নির্দিষ্ট দিনেই আশা করা যাচ্ছে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি পৌঁছে যাবে ওই টাকা। যার ফলে বছরের শেষে নতুন করে সুদিন ফেরার আশায় বুক বাঁধছেন ওই সরকারি প্রকল্পের গ্রাহকরা। যেটা জানা যাচ্ছে এই কিস্তির টাকা দেওয়া হলে প্রকল্পের আওতায় থাকা উপকৃত হবেন প্রায় ৯ কোটি গ্রাহক। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি অর্থাৎ PM KIHAN স্কিম। জানা গিয়েছে এই প্রকল্পের ২১ তম কিস্তির টাকা পৌঁছে দেওয়া হবে গ্রাহকদের অ্যাকাউন্টে। বুধবার, ১৯ নভেম্বর দুপুর দুটোয় এই কিস্তির টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছনো শুরু করবে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়।

PM Kisan 21st installment payment date announced

Advertisement