Advertisement

মোদীর সঙ্গে বজরংবলী ঘুড়ি ওড়ালেন জার্মান চ্যান্সেলর, প্রথমবার ভারতে কেমন কাটছে?

দু দিনের ভারত সফরে এসেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। এটাই তাঁর প্রথম ভারত সফর। আজ আহমেদাবাদের আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জার্মান চ্যান্সেলরের উপস্থিতি শুধু একটি উৎসব উদযাপন নয়, বরং দুই দেশের বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্কের এক সুন্দর নিদর্শন। নীল আকাশে রঙিন ঘুড়ির উড়ান যেমন আনন্দ ও আশা ছড়িয়ে দেয়, তেমনি শক্তিশালী নেতৃত্ব একটি দেশকে উন্নতির উচ্চতায় পৌঁছে দেয়। জার্মান চ্যান্সেলরের সঙ্গে ঘুড়ি ওড়ানোর মুহূর্তটি বিশ্ববাসীর কাছে এক ইতিবাচক বার্তা, নেতৃত্ব সঠিক হাতে থাকলে দেশও ঘুড়ির মতো আকাশছোঁয়া সাফল্যের পথে এগিয়ে যায়। জার্মান চ্যান্সেলর এদিন মোদীর সঙ্গে গুজরাতে সবরমতী আশ্রম পরিদর্শনও করেন। এই আশ্রমটি মহাত্মা গান্ধীর বাসস্থান হিসেবে পরিচিত, যেখানে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় দীর্ঘদিন কাটিয়েছিলেন। পরিদর্শনের সময় জার্মান চ্যান্সেলর আশ্রমের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, অতিথি বইয়ে স্বাক্ষর করেন এবং গান্ধীজির ব্যবহৃত ঐতিহাসিক চরকাটি দেখেন। এই চরকা গান্ধীজি নিজের কাপড় নিজে তৈরি করতে ব্যবহার করতেন। এটি ভারতের আত্মনির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই সফর দুই দেশের ঐতিহাসিক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধার এক গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে উঠেছে।

TAGS:
Advertisement
POST A COMMENT