Advertisement

PM Modi On Manipur: সরকার মণিপুরের পরিস্থিতি উন্নতির চেষ্টা করছে, রাজ্যসভায় দাবি মোদীর

রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবি ভাষণ দিতে গিয়ে তিনি মণিপুরের প্রসঙ্গ তোলেন। মোদী জানান, সরকার মণিপুরের পরিস্থিতি উন্নতির চেষ্টা করছে। মণিপুর ছাড়াও গোটা উত্তর পূর্বের প্রসঙ্গেও তোলেন মোদী। কংগ্রেস সরকারের আমলে উত্তর-পূর্বের উন্নয়নকে অবহেলা করা হয়েছিল বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। গত ১ বছর ধরে অশান্ত রয়েছে মণিপুর। উত্তর-পূর্বের এই রাজ্যে গোলমালের ঘটনা ঘিরে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি। মণিপুরে সংঘর্ষের ঘটনায় মোদী সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বিরোধী শিবিরকে। এই প্রেক্ষাপটে সে রাজ্যে শান্তি ফেরানো নিয়ে বার্তা দিলেন মোদী।

Advertisement
POST A COMMENT