Advertisement

Vande Bharat Express: পশ্চিমবঙ্গে পেল আরও ২ টি, সারা দেশে ৯ টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ৯টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন। এই ট্রেনগুলি ১১টি রাজ্য জুড়ে ধর্মীয় এবং পর্যটন স্থানগুলিকে সংযুক্ত করছে। নয়টি ট্রেন রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা, ঝাড়খন্ড এবং গুজরাতে ১১ টি রাজ্যে দ্রুত সংযোগ প্রদান করবে। নতুন বন্দে ভারত ট্রেনগুলি উদয়পুর-জয়পুর; তিরুনেলভেলি-মাদুরাই- চেন্নাই; হায়দরাবাদ-বেঙ্গালুরু; বিজয়ওয়াড়া – চেন্নাই (রেনিগুন্টা হয়ে); পাটনা - হাওড়া; কাসারগোড - তিরুবনন্তপুরম; রাউরকেলা-ভুবনেশ্বর-পুরী; রাঁচি - হাওড়া; এবং জামনগর-আহমেদাবাদ।

Advertisement
POST A COMMENT