Advertisement

PM Modi On Congress: ‘কংগ্রেস না শুধরে গেলে জনতা বেছে সাফ করে দেবে’, 2024-এর আগে কনফিডেন্ট মোদির 'হুঙ্কার'

চার রাজ্যের বিধানসভার ফলাফলে BJP-র হ্যাটট্রিক। তারপরই দেশজুড়ে শুরু হয়েছে বিজয়োল্লাস। রবিবার সন্ধ্যায় দিল্লিতে BJP-র হেড কোয়ার্টার থেকে দলীয় কর্মীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়লেন না। সোজাসুজি বললেন, শুধরে যান, নাহলে মানুষ আপনাদের ধুয়ে মুছে সাফ করে দেবে।

PM Modi On Congress

TAGS:
Advertisement