Advertisement

PM Modi: উদ্বোধনের আগে ITPO কমপ্লেক্সে পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আনুষ্ঠানিক উদ্বোধনের আগে দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন কমপ্লেক্সে পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও তিনি কমপ্লেক্স নির্মাণের সঙ্গে জড়িত শ্রমিকদের সঙ্গে কথা বলেন ও তাদের সংবর্ধনা দেন। ২৭০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প টি করা হয়। ক্যাম্পাস এলাকা প্রায় ১২৩ একর। IECC কমপ্লেক্সটিকে ভারতের বৃহত্তম MICE (মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনী) হিসেবে গড়ে তোলা হয়েছে। এটিতে কনভেনশন সেন্টার, প্রদর্শনী হল এবং অ্যাম্ফিথিয়েটার সহ একাধিক অত্যাধুনিক সুবিধা রয়েছে।

Advertisement
POST A COMMENT