Advertisement

PM Modi: 'দেশ আপনাদের সঙ্গে আছে, মণিপুর সমস্যার সমাধান হবে', আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর

অবশেষে সংসদে মণিপুর নিয়ে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, 'মণিপুরে নিশ্চয়ই শান্তির সূর্য উঠবে। মণিপুর আবার নতুন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। মণিপুরের মানুষকে আমার আবেদন, দেশ আপনাদের সঙ্গে আছে। সংসদ সঙ্গে আছে। ওখানে সমস্যার সমাধান হবে। আমি মণিপুরের মা-বোনেদের বলছি। কিন্তু শুনে খারাপ লাগছে, এই সংসদ থেকেই কেউ কেউ ভারতমাতার মৃত্যু কামনা করছেন।' 

TAGS:
Advertisement
POST A COMMENT