Advertisement

PM Modi: উত্তরাখণ্ডের গুঞ্জিগ্রামে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজালেন প্রধানমন্ত্রী মোদী

মোদি উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে এক দিনের সফরে যান যেখানে তিনি জাগেশ্বর ধাম এবং সীমান্ত গ্রাম গুঞ্জিও পরিদর্শন করেন। মোদীকে উষ্ণ অভর্থ্যনা জানান হয়। মোদী নিজে হাতে ড্রাম বাজান। সেখানে একটি জনসভায় ভাষণ দেওয়ার আগে তিনি পিথোরাগড়ে ৪২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় শিল্পী, ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি এবং বিআরও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

Advertisement
POST A COMMENT