Advertisement

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'দাদা' সম্বোধন PM মোদী, শুনেই রেগে গেলেন তৃণমূলের সৌগত

'বন্দে মাতরম’-এর ১৫০ বছর উপলক্ষে সোমবার লোকসভায় আলোচনা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেড়শো বছর পরেও বন্দে মাতরম দেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বলে জানিয়ে প্রধানমন্ত্র বলেন, এই গান শক্তির মন্ত্র দিয়েছিল। একসময় স্বাধীনতা সংগ্রামে গোটা দেশের অনুপ্রেরণা হয়ে উঠেছিল বন্দে মাতরম। বিপ্লবীরা এই গান গেয়েই ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিল।

TAGS:
Advertisement
POST A COMMENT