বেঙ্গালুরু গিয়ে ইসরো-র বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর এখানেই মোদী ঘোষণা করেন, 'তরুণ প্রজন্ম যেন প্রতিনিয়ত অনুপ্রেরণা পায় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ অগাস্ট যখন ভারত চাঁদে তিরঙ্গা উত্তোলন করেছিল, ভারত সেই দিনটিকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে উদযাপন করবে। এই দিনটি আমাদের সবসময় অনুপ্রাণিত করবে।'
PM Narendra Modi Announces 23rd August as National Space Day in India